জুমবাংলা ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রার সুবিধার্থে দুই ট্রেনের ছুটি বাতিল করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। সাপ্তাহিক বন্ধ বাতিল করা ট্রেন দুটি হলো চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস ও ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস।
পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘোষণার মধ্য দিয়ে মঙ্গলবার (২ এপ্রিল) সাপ্তাহিক বন্ধ থাকলেও সোনার বাংলা ট্রেনটি (চট্টগ্রাম হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে) এবং উপকূল এক্সপ্রেস ট্রেনটি (ঢাকা হতে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে) চলবে।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস এবং ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস ট্রেন দুটি ব্যাপক জনপ্রিয়। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ট্রেন দুটির ছুটি প্রত্যহার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।