জুমবাংলা ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা ধরে পরিকল্পনা অনুযায়ী আজ শুক্রবার (২৩ মে) শুরু হয়েছে ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।
বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে। এবারের ঈদ যাত্রায় শতভাগ টিকিট অনলাইনে দেয়া হচ্ছে, যাতে যাত্রীরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারেন।
রেলওয়ের তথ্য অনুযায়ী, শুধু ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের আন্তঃনগর ট্রেনগুলোতে মোট আসন রয়েছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষে নেয়া বিশেষ কর্মপরিকল্পনায় বলা হয়েছে, ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত প্রতিদিনের টিকিট ধাপে ধাপে বিক্রি করা হবে।
কোরবানির আগে অজ্ঞানপার্টির দৌরাত্ম্য, চুয়াডাঙ্গায় নিয়ে গেলো ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ
এ ছাড়া, যাত্রীদের জন্য নির্ধারণ করা হয়েছে কিছু শর্ত: একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরতযোগ্য হবে না।
উল্লেখ্য, ২১ মে থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রির এই কার্যক্রম চলবে ২৭ মে পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।