জুমবাংলা ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের লম্বা ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান উপদেষ্টার দপ্তরের ঘোষণা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেন। তিনি লেখেন, “মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, ঈদুল আযহায় ১০ দিনের ছুটি থাকবে।”
আগের ঈদেও ছিল লম্বা ছুটি
এর আগে, পবিত্র ঈদুল ফিতরেও সরকার টানা ৯ দিনের ছুটি দিয়েছিল। সেসময় মূল ঈদের ছুটির সঙ্গে নির্বাহী আদেশে একদিন অতিরিক্ত ছুটি এবং এর আগে স্বাধীনতা দিবসের ছুটি যুক্ত হয়ে মোট ৯ দিন বন্ধ ছিল সরকারি অফিস।
ঈদের আগে পরিকল্পনার সুযোগ
টানা ১০ দিনের ছুটিতে সরকারি-বেসরকারি কর্মজীবীরা পরিবার নিয়ে ঈদ উদযাপনের পাশাপাশি দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। এতে বাস, রেল ও নৌপথে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে আগাম প্রস্তুতির প্রয়োজন হবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর।
বিজয়-রাশমিকা বিচ্ছেদের গুঞ্জনে ফের শিরোনামে, তবে কি প্রেমে ইতি?
অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি সংক্রান্ত তথ্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।