বিনোদন ডেস্ক : সিনেমা পাড়ায় এবারের ঈদুল ফিতরের উন্মাদনার রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে ঈদুল আজহার সিনেমা নিয়ে জোর আলোচনা। প্রেক্ষাগৃহে দর্শকের উপচে পড়া ভিড় দেখে হল মালিকদের মুখে হাসি, আর নির্মাতারাও পুরোদমে প্রস্তুত নতুন উৎসব উপহার দিতে। চলুন জেনে নেওয়া যাক, ঈদুল আজহার সিনেমা হিসেবে কোন কোন ছবি রয়েছে ।
তাণ্ডব: রায়হান রাফী ও শাকিব খানের আবারও জুটি
‘তুফান’-এর পর আবারও শাকিব খান ও রায়হান রাফী একসঙ্গে ফিরছেন ‘তাণ্ডব’ নিয়ে। ঈদুল আজহার সিনেমা হিসেবে বড় বাজেটে নির্মিত হচ্ছে এই ছবি। পুরোদমে চলছে শুটিং, যেখানে শাকিব খানের সঙ্গে একটি বিশেষ চরিত্রে থাকছেন জয়া আহসান। নায়িকা কে থাকছেন, তা এখনও প্রকাশ করা হয়নি।
নীলচক্র: ঈদে ফিরছেন আরিফিন শুভ
দীর্ঘ বিরতির পর ঈদুল আজহার সিনেমা হিসেবে বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভ। মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ সিনেমায় তার সঙ্গে থাকছেন মন্দিরা চক্রবর্তী। এই জুটিকে ঘিরেও দর্শকের আগ্রহ রয়েছে।
ইনসাফ: রাজ ও মোশাররফ করিমের যুগলবন্দি
সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ ঈদুল আজহার সিনেমা হিসেবে মুক্তির লক্ষ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ৯৫ ভাগ শুটিং শেষ হয়েছে। শরিফুল রাজ, মোশাররফ করিম ও তাসনিয়া ফারিণ অভিনীত এই সিনেমায় দেখা মিলবে ভিন্ন স্বাদের গল্পের।
টগর: আদর আজাদ ও পূজা চেরীর রোমান্স
আলোক হাসান পরিচালিত ‘টগর’ সিনেমায় ঈদুল আজহার উৎসবে থাকছেন আদর আজাদ ও পূজা চেরী। সিনেমাটির প্রচারণা ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
এশা মার্ডার : কর্মফল – এক মার্ডার মিস্ট্রির গল্প
সানী সানোয়ার নির্মিত ‘এশা মার্ডার : কর্মফল’ ঈদুল আজহার সিনেমা হিসেবে আসার প্রস্তুতিতে রয়েছে। আজমেরী হক বাঁধন ও পূজা ক্রুজ অভিনীত এই সিনেমাটির পোস্ট প্রডাকশনের কাজ চলমান।
পিনিক ও অন্যান্য সম্ভাব্য মুক্তি
ঈদুল আজহার সিনেমা হিসেবে মুক্তি পেতে পারে আদর আজাদ ও শবনম বুবলীর ‘পিনিক’। এছাড়াও জিয়াউল রোশানের ‘পুলসিরাত’ ও ‘জামদানি’ নিয়েও আলোচনা চলছে, যদিও এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
এই বছর ঈদুল আজহার সিনেমা ঘিরে রয়েছে দর্শকদের তুমুল আগ্রহ। তাণ্ডব, নীলচক্র, ইনসাফ, টগর, পিনিক ও এশা মার্ডার : কর্মফল – সবকিছু মিলিয়ে ঈদুল আজহার উৎসবে ঢালিউডের সিনেমা পাড়ায় দেখা যেতে পারে এক নতুন প্রাণচাঞ্চল্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।