জুমবাংলা ডেস্ক : ঈদুল ফিতরকে সামনে রেখে দেশজুড়ে কেনাকাটার ধুম লেগেছে। ছোট-বড়, ধনী-গরিব নির্বিশেষে সবাই নতুন পোশাক কেনার জন্য ব্যস্ত সময় পার করছেন। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোতেও কেনাকাটার ভিড় লক্ষ করা যাচ্ছে।
রাজধানীর মার্কেটগুলোতে কেনাকাটার চাপ
ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, গুলিস্তান, নিউমার্কেটসহ সব প্রধান বিপণীবিতান ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটার ধুম চলছে। বিশেষ করে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ক্রেতারা এসব শপিং মলগুলোতে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন।
বিক্রেতারা জানান, সকাল ১০টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত প্রচুর ক্রেতা আসছেন। শাড়ি, থ্রি-পিস, শার্ট-প্যান্ট, পাঞ্জাবি, জুতা-স্যান্ডেলসহ নানা ধরনের পোশাক বিক্রি হচ্ছে। জামদানি শাড়ির দাম ৩ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত, মেয়েদের থ্রি-পিস ৩৫০ থেকে ২৮ হাজার ৫০০ টাকা, আর ছেলেদের জিন্স ৭৫০ থেকে ৩ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
ফুটপাতের কেনাকাটায় নিম্নবিত্তদের ভিড়
নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তরা ফুটপাতের দোকান ও ছোট বাজারগুলোতে কেনাকাটার জন্য ভিড় করছেন। ফুটপাতের দোকানগুলোতেও পোশাক বিক্রির ধুম চলছে। ঈদের জন্য কেনাকাটা করতে আসা ক্রেতারা জানান, ফুটপাতে তুলনামূলকভাবে কম দামে ভালো মানের পোশাক পাওয়া যাচ্ছে।
ফুটপাতের এক বিক্রেতা বলেন, “এ বছর ঈদের কেনাকাটা ভালো চলছে। ক্রেতাদের পছন্দ অনুযায়ী পাঞ্জাবি, শাড়ি, থ্রি-পিস, বাচ্চাদের পোশাক সবই বিক্রি করছি।”
একজন ক্রেতা জানান, “গত বছর যে পোশাক ১০ হাজার টাকায় কিনেছি, এবার সেটির দাম অনেক বেশি। তবে ঈদে নতুন পোশাক তো কিনতেই হবে।”
বাচ্চাদের পোশাকে বৈচিত্র্য
এ বছর ঈদের কেনাকাটায় বাচ্চাদের পোশাকে নতুনত্ব এসেছে। মেয়ে শিশুদের জন্য লং ফ্রক, কটন ফ্রক, শর্ট স্কার্ট জনপ্রিয়তা পাচ্ছে। আর ছেলেদের জন্য পাঞ্জাবি, থ্রি কোয়ার্টার প্যান্ট, টি-শার্টের চাহিদা বেশি।
বিক্রেতারা জানান, “বাচ্চাদের পোশাকের দাম একটু বেশি হলেও ক্রেতারা সন্তুষ্ট। নতুন ডিজাইন ও রঙিন পোশাকের প্রতি তাদের আগ্রহ বেশি।”
কেনাকাটা নিয়ে ক্রেতাদের মতামত
বিভিন্ন বাজারে ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, তারা সাধ্যের মধ্যে সেরা পোশাক কেনার চেষ্টা করছেন। কেউ কেউ বেশি দামের কারণে কম কিনলেও, কেউ আবার পরিবারের সবার জন্য কেনাকাটা সম্পন্ন করেছেন।
ঈদুল ফিতরকে সামনে রেখে কেনাকাটার বাজার জমজমাট হয়ে উঠেছে। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোতেও কেনাকাটার চাপ বেড়েছে। পোশাকের দাম কিছুটা বেশি হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই কেনাকাটা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।