জুমবাংলা ডেস্ক : ঈদের ছুটিতে প্রায় সবাই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে বাড়ির উদ্দেশে রওনা হন। তবে আনন্দের এ যাত্রাকে নিরাপদ ও নির্ঝঞ্ঝাট রাখতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। চলুন জেনে নেওয়া যাক, ঈদের ছুটিতে বাড়ি ছাড়ার আগে কী কী বিষয় খেয়াল রাখা উচিত।
গ্যাস ও পানির লাইন বন্ধ করুন
ঈদের ছুটিতে দীর্ঘ সময়ের জন্য বাসা ফাঁকা থাকার কারণে গ্যাস এবং পানির সংযোগ বন্ধ রাখা অত্যন্ত জরুরি। গ্যাস সিলিন্ডার ব্যবহার করলে তা সম্পূর্ণভাবে বন্ধ করে রাখুন। গ্যাস লাইন চালু থাকলে নিশ্চিত করুন যে চুলা বন্ধ রয়েছে। বাসায় ফিরে চুলা জ্বালানোর আগে জানালা-দরজা খুলে দিন যাতে কোনো গ্যাস লিক হয়ে থাকলে বের হয়ে যেতে পারে। একইভাবে, পানির কল ঠিকভাবে বন্ধ করা হয়েছে কি না, তা নিশ্চিত করুন।
বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখুন
অনেকেই বাড়ি ছাড়ার সময় তাড়াহুড়োয় বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে ভুলে যান। বিশেষ করে বিদ্যুৎ না থাকলে বোঝা মুশকিল হয় যে কোনো সুইচ খোলা ছিল কি না। তাই ছুটি কাটাতে যাওয়ার আগে প্রতিটি লাইট, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন করুন। মাইক্রোওয়েভ ওভেন, কম্পিউটার, ওয়াশিং মেশিনের মতো গুরুত্বপূর্ণ ডিভাইসের প্লাগ খুলে রাখাই বুদ্ধিমানের কাজ।
দরজা-জানালার নিরাপত্তা নিশ্চিত করুন
ঈদের ছুটিতে চুরি-ডাকাতির ঝুঁকি বেড়ে যায়। তাই বাসা ছাড়ার আগে দরজা ও জানালার তালা ভালোভাবে পরীক্ষা করুন। সম্ভব হলে সিসিটিভি ক্যামেরা বা নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় রাখুন। প্রতিবেশীদের জানিয়ে যান যাতে তারা আপনার অনুপস্থিতির বিষয়ে সচেতন থাকেন।
পোষা প্রাণীর যত্ন নিন
বাসায় যদি কোনো পোষা প্রাণী থাকে, তবে তাকে একা ফেলে যাওয়া ঠিক হবে না। পরিচিত কারও কাছে রেখে যাওয়া বা পোষা প্রাণীর কেয়ার সেন্টারে দেওয়া যেতে পারে। এতে আপনার প্রিয় পোষ্যটি সুরক্ষিত থাকবে এবং প্রয়োজনীয় যত্ন পাবে।
দরকারি কাগজপত্র ও মূল্যবান সামগ্রী সংরক্ষণ করুন
ঈদের ছুটিতে বাসা ছাড়ার আগে আইডি কার্ড, পাসপোর্ট, ব্যাংকের চেকবুকসহ জরুরি কাগজপত্র নিরাপদ স্থানে রাখুন। এ ছাড়া, বাড়ি ছাড়ার আগে এসব কাগজের ফটোকপি সঙ্গে রাখলে প্রয়োজনে কাজে লাগতে পারে।
ঘর পরিষ্কার ও গুছিয়ে রাখুন
ঈদের ছুটি কাটিয়ে ফিরে এসে যদি দেখা যায় বাসা নোংরা ও অগোছালো, তাহলে মন খারাপ হতে পারে। তাই ছুটিতে যাওয়ার আগে ঘর পরিষ্কার করে যান। এতে বাসায় ফিরে বিশ্রাম নিতে কোনো অসুবিধা হবে না এবং অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো যাবে।
ঈদের ছুটিতে আনন্দ যেন কোনো ধরনের বিপত্তির কারণে ম্লান না হয়, সে জন্য কিছু পূর্ব প্রস্তুতি গ্রহণ করা জরুরি। গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা, দরজা-জানালার নিরাপত্তা নিশ্চিত করা, দরকারি কাগজপত্র সংরক্ষণ করা এবং ঘর পরিষ্কার রাখার মতো বিষয়গুলোর দিকে নজর দিলে নিশ্চিন্তে ঈদের আনন্দ উপভোগ করা সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।