জুমবাংলা ডেস্ক : ঈদকে কেন্দ্র করে রাজধানীর ব্যাংকগুলোতে বেড়েছে গ্রাহকের চাপ। কেউ অগ্রিম টাকা তুলছেন আবার কেউবা ভাঙছেন নিজের সঞ্চয়। তবে গ্রাহকদের বাড়তি চাপকে সামাল দিতে সেবার পরিসর বাড়িয়েছেন অধিকাংশ ব্যাংক। পাশাপাশি চাপ বেড়েছে এটিএম বুথগুলোতেও।
উৎসবকে কেন্দ্র করে টাকার প্রয়োজন হয় সকল গ্রাহকেরই। কারো প্রয়োজন ঈদ শপিংয়ে আবার কারো ঈদের বাজারে। কেউ আসেন গ্রামের বাড়িতে যাওয়ার জন্য টাকার প্রয়োজনে। তাইতো ঈদকেন্দ্রিক চাপ বেড়েছে ব্যাংক ও বুথে টাকা উত্তোলনে।
গ্রাহকদের অনেকেই বলছেন, এবার নিজের অ্যাকাউন্টে অগ্রিম ঈদ বোনাসসহ বেতন আসায় বেশি বেশি টাকা তুলছেন। টাকা দিয়ে পরিবার-পরিজনদের জন্য উপহার কিনতে হবে।
আবার যারা আছেন অর্থ সংকটে, তারা ভাঙতে এসেছেন নিজের জমানো সঞ্চয়। এমন গ্রাহকরা জানান, ঈদে আত্মীয়-পরিজনদের নতুন পোশাক কিনে দিতে ও উপহার দিতে অনেক অর্থের প্রয়োজন হয়। যা সবসময় বেতনে টাকা দিয়ে পোষানো যায় না। তাই সঞ্চয় ভেঙেই সেই টাকার জোগান দিতে হয়।
এদিকে, ঈদকে সামনে রেখে গ্রাহকদেরকে দ্রুত সেবা দিতে নগদ গ্রহণের সংখ্যাসহ ব্যাংকগুলো বাড়িয়েছে সেবার পরিসর। ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঈদের আগে মাত্র কয়েক কার্যদিবস ব্যাংক খোলা থাকবে। তাই ব্যাংকে গ্রাহকের চাপ অনেক বেড়েছে। সেবা দিতে নগদ গ্রহণের সেবার পরিসর বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) ও আগামী ২৭ মার্চ ব্যাংক খোলা থাকবে। এছাড়া ঈদের আগে সরকারি ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রফতানি বিল বিক্রির সুবিধার্থে ২৮ ও ২৯ মার্চ সীমিত পরিসরে তফসিলি ব্যাংকের শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।