লাইফস্টাইল ডেস্ক : ঈদের ছুটি বছরের অন্যতম প্রতীক্ষিত সময়। দীর্ঘদিনের কাজের ব্যস্ততা শেষে এই ছুটিতে সবাই চায় কিছু না কিছু অর্থবহ সময় কাটাতে। কেউ পরিকল্পনা করেন বিশ্রামের, কেউবা নতুন কিছু শেখার। তবে পরিকল্পনা ছাড়া সময় পার করলে শেষ মুহূর্তে এসে মনে হতে পারে, কিছুই করা হয়নি! তাই ঈদের ছুটিকে অর্থবহ করতে পরিকল্পনা করাই সবচেয়ে ভালো। নিচে কিছু কার্যকরী আইডিয়া দেওয়া হলো যেগুলো আপনাকে এই ছুটির সময়টা সুন্দরভাবে কাটাতে সাহায্য করবে।
নতুন ভাষা শেখা শুরু করুন
বিশ্বায়নের এই যুগে একাধিক ভাষায় দক্ষ হওয়া আপনার জন্য হতে পারে একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। ঈদের ছুটিতে আপনি নতুন একটি ভাষা শেখা শুরু করতে পারেন। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ভাষা শেখার অ্যাপ ডাউনলোড করে প্রতিদিন কিছু সময় অনুশীলন করলে ভাষা শেখার প্রাথমিক ভিত্তি গড়ে তুলতে পারবেন। যদিও ছুটির অল্প কয়েকদিনে পুরোপুরি ভাষা শেখা সম্ভব নয়, তবে শুরু করাটাই গুরুত্বপূর্ণ। এটি পরবর্তীতে আপনার শেখার আগ্রহকে বাড়িয়ে তুলতে পারে।
স্বেচ্ছাসেবকের কাজ করুন
ঈদের সময় বিভিন্ন প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবকদের প্রয়োজন পড়ে, বিশেষত বৃদ্ধাশ্রম, এতিমখানা ও সুবিধাবঞ্চিত শিশুদের কেন্দ্রগুলিতে। আপনার ছুটির একটি অংশ যদি মানবসেবায় ব্যয় করেন, তাহলে এটি কেবল তাদের জন্য নয়, আপনার জন্যও হতে পারে এক অনন্য অভিজ্ঞতা। অন্যের মুখে হাসি ফোটানোর আনন্দ নিজের জীবনকেও সমৃদ্ধ করে।
পরিবারকে সময় দিন
ব্যস্ত জীবনের কারণে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয় না অনেকেরই। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে একত্রে কিছু আনন্দঘন মুহূর্ত কাটানোর পরিকল্পনা করুন। ঘরোয়া আয়োজন, পিকনিক বা ডে-ট্যুর করতে পারেন কাছের কোনো স্থানে।
আত্মীয়দের সঙ্গে দেখা করুন
ব্যস্ততার কারণে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ হয়ে ওঠে না সারা বছর। ঈদের ছুটিতে এই সুযোগ কাজে লাগিয়ে আত্মীয় ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করুন। এটি পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করবে।
সিনেমা বা সিরিজ দেখুন
সারা বছর হয়তো অফিস বা পড়াশোনার চাপে প্রিয় সিনেমা ও সিরিজ দেখা হয়ে ওঠে না। ঈদের ছুটি এ জন্য আদর্শ সময় হতে পারে। আপনার চেকলিস্টে থাকা সিনেমা বা ওয়েব সিরিজ দেখে সময় কাটাতে পারেন। এতে যেমন বিনোদন পাওয়া যাবে, তেমনি নতুন সংস্কৃতি ও চিন্তাধারার সঙ্গে পরিচিত হওয়া যাবে।
শখের পেছনে সময় দিন
অনেকেই পছন্দ করেন ছবি আঁকা, সংগীত চর্চা, রান্না বা লেখালেখি করতে। ঈদের ছুটিতে এসব শখের কাজের জন্য সময় দিন। এতে আপনার মানসিক প্রশান্তি আসবে এবং সৃজনশীলতাও বৃদ্ধি পাবে।
ফটোগ্রাফি শিখুন
ফটোগ্রাফি শেখার জন্য এটি দারুণ সুযোগ হতে পারে। ঈদের ছুটিতে পরিবার, প্রকৃতি বা শহরের বিভিন্ন সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে আপনার দক্ষতা বাড়াতে পারেন।
ফিটনেস চর্চা করুন
ফিটনেস চর্চা শুরু করার জন্য ছুটির সময় আদর্শ। ব্যস্ত জীবনে সময় না পেলেও এই সময়টাতে ইয়োগা, ব্যায়াম বা স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করতে পারেন, যা পরবর্তী সময়ে অভ্যাসে পরিণত হবে।
ঈদের ছুটি কেবল বিশ্রামের জন্যই নয়, এটি নিজের ও পরিবারের জন্য সময় দেওয়ার, নতুন কিছু শেখার এবং আত্মোন্নয়নেরও দারুণ সুযোগ। তাই ছুটির প্রতিটি মুহূর্ত পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে এটি অর্থবহ করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।