জুমবাংলা ডেস্ক: পবিত্র ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষে আজ সোমবার থেকে খুলছে অফিস-আদালত। সরকারি অফিসগুলোর পাশাপাশি আজ থেকে খুলবে ব্যাংক-বীমা ও শেয়ারবাজারও।
গত শুক্রবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। গত শনিবার দেশের মুসলিম সম্প্রদায় পালন করে ঈদুল আজহা।
এদিকে রীতি অনুযায়ী প্রত্যেক বছর ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রী ও সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। কিন্তু এবার মহামারি করোনার কারণে তা আর হচ্ছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


