ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

বজ্রপা‌তে

জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতে গিয়ে বজ্রপা‌তে দুই শিশুসহ তিনজন মারা গেছেন।

বজ্রপা‌তে

মঙ্গলবার (৩ মে ) সকা‌লে উপ‌জেলার দশ‌কিয়া ইউনিয়নের হা‌তিয়া এলাকায় নদীর পা‌ড়ে এ দুর্ঘটনা ঘ‌টে।

নদীতে গোসল কর‌তে গি‌য়ে প্রাণ হারিয়েছেন তারা।

মৃতদের ম‌ধ্যে দুই শিশু নাম প‌রিচয় পাওয়া গে‌ছে। তারা হলো হা‌তিয়া এলাকার রবিউলের ছে‌লে আরিফ (১১) এবং জুলহা‌সের ছে‌লে ফয়সাল (১২)।

দশ‌কিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মা‌লেক ভুইয়া ব‌লেন, বজ্রপা‌তে তিনজ‌নের মৃত্যুর খবর পে‌য়ে‌ছি। তারা ঈদের নামাজ পড়ার আগে নদী‌তে গোসল কর‌তে গি‌য়ে‌ছিলেন। সেখা‌নে বজ্রপা‌তে মৃত্যু হয় তাদের।