রংপুর বিভাগের উপদেষ্টা নিয়োগ না পেলে ঈদুল ফিতরের ঈদের নামাজে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন রংপুরের সিরাজ-উদ-দৌলা চৌধুরী। শুক্রবার (১৪ মার্চ) সকাল ১১টায় পঞ্চগড় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগের দাবি
সিরাজ-উদ-দৌলা চৌধুরী জানান, তিনি দীর্ঘদিন ধরে রংপুরের সাধারণ মানুষের সেবায় কাজ করে আসছেন। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে উত্তরাঞ্চল থেকে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। তিনি বলেন, “আমাকে উপদেষ্টা করা না হলে, রংপুর-রাজশাহী বিভাগের ১৬ জেলার মধ্যে যোগ্য কাউকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক।”
তিনি আরও বলেন, “রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ না হলে, আমি ঈদুল ফিতরের ঈদের নামাজে অংশগ্রহণ করব না।” এ বিষয়ে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের হস্তক্ষেপ কামনা করেন।
ড. ইউনূস, খালেদা জিয়া ও সেনাপ্রধানের জন্য নোবেল পুরস্কারের আহ্বান
লিখিত বক্তব্যে সিরাজ-উদ-দৌলা চৌধুরী বাংলাদেশ গঠনে অবদানের জন্য ড. মুহাম্মদ ইউনূস, গণতন্ত্র ও জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়া এবং দেশপ্রেম ও মানবতায় সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।