আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে। এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন দেশটির ইসলামবিষয়কমন্ত্রী আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল শেখ।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে নির্দেশনার পত্রটি পাঠিয়েছেন। মুসল্লিরা যাতে আরামদায়ক আবহাওয়ায় নামাজ আদায় করতে পারেন সেজন্য এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।
মন্ত্রীর জারি করা নির্দেশনায় বলা হয়, খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে। তবে যেসব এলাকায় তা নেই সেখানে মসজিদে নামাজ আদায় করা যাবে।
আরও বলা হয়, ঈদের নামাজ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও আরামে আদায়ক করতে পারেন, সে জন্য আগে থেকে সংশ্লিষ্ট মাঠ ও মসজিদ পরিষ্কার রাখতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।