জুমবাংলা ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল আর্থিক প্রতিষ্ঠান ২০, ২১, ২২ এবং ২৩ এপ্রিল মোট ৪দিন ছুটি থাকবে। ঈদের পর ২৪ এপ্রিল থেকে রোজা পূর্ববর্তী সময়সূচি অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম।
সোমবার (১৭ এপ্রিল) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ঈদ ছুটির এই সূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী সরকার ২০ এপ্রিল বৃহস্পতিবার পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এরফলে ২০ এপ্রিলসহ ২১, ২২ ও ২৩ এপ্রিল মোট ৪ দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর নতুন সময় সূচি অনুযায়ী অফিস চলবে।
ঈদের ছুটির পরে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে এবং শেষ হবে বিকেল ৫টায়। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।