নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি- এবারের ঈদে আমরা কেউ বাড়ি যাব না। যে যেখানে আছি, সেখানেই ঈদ করব। সেজন্য এবারের ঈদে ট্রেন বাড়াতে চাচ্ছি না। যেভাবে চলছে, সেভাবেই চলবে।’
শনিবার (১৮ জুলাই) গাজীপুরের জয়দেবপুর জংশন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘ট্রেন পরিচালনার পরিকল্পনায় জয়দেবপুর স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ। এখান (জংশন) থেকে ডাবল লাইন যাচ্ছে ঈশ্বরদী পর্যন্ত। বঙ্গবন্ধু দ্বিতীয় রেল সেতু হচ্ছে। কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত আরও দুটি (তৃতীয় ও চতুর্থ) লাইন এবং জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত আরেকটি (ডাবল লাইন) লাইন হচ্ছে।’
তিনি জানান, রেল স্টেশনের ডেভেলপমেন্ট করা হচ্ছে। ইতোমধ্যে কমলাপুর হয়ে গেছে। গাজীপুর (জয়দেবপুর), বিমানবন্দর, নরসিংদী, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং খুলনা এই স্টেশনগুলোকে প্রাথমিক অবস্থায় এক্সেস কন্ট্রোলের আওতায় উন্নয়ন করার জন্য নিয়েছি।
তিনি বলেন, ‘গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল সিটি। এর গুরুত্ব অনুভব করে ভবিষ্যতে ঢাকা-গাজজীপুর রুটে দিনে ৫/৬টি ট্রেন অপারেট করতে পারি, সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।