বিনোদন ডেস্ক : একে তো করোনার লকডাউন, তার ওপর ঘূর্ণিঝড় আম্পানে ব্যাপক ক্ষয়-ক্ষতি। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের জনপ্রিয় আরজে ও টিভি সঞ্চালক মীর আফসার আলী জানালেন, এবারের ঈদ একেবারে অন্যরকম যাবে।
তবে হতাশার মাঝেও মীরের গলায় খানিকটা আশা। স্থানীয় গণমাধ্যম এই সময়কে বলেন, “আমার জীবনে ঈদ যেমন খুশির উৎসব, দুর্গাপূজা সে রকমই খুশির। ঈদে যতটুকু বাদ গেল, তা যেন দুর্গাপূজাতে ফিরে পাই।”
প্রিন্স আনোয়ার শাহ রোডের টিপু সুলতান মসজিদে প্রতি বছর ঈদের নামাজ পড়তে যান মীর। এ নিয়ে বলেন, “রেড রোডে ঈদে এক লাখ মানুষের জমায়েত হয় প্রতি বছর। শহরের অন্যান্য মসজিদেও কত মানুষ জড়ো হন। এবার আর সেই দৃশ্যটা দেখা যাবে না। করোনা জানান দিচ্ছিল, এবার ঈদ কাটবে ঘরে বসে। কিন্তু দুদিন আগে বুঝিনি, গৃহবন্দি মানুষগুলো একটা সন্ধ্যার মধ্যে গৃহহীন হয়ে পড়বে!”
আর ঈদের বিরিয়ানি? মীরের মা প্রতি বছর বাড়িতে বিরিয়ানি তৈরি করেন। সে বিরিয়ানির স্বাদ যে অতুলনীয়, এ গল্প অনেকেরই জানা।
মীর বললেন, “এবার আর বিরিয়ানি হচ্ছে না। ঈদের মেনু ডাল-ভাত। সেটুকুই যে জুটছে না সবার।”
রেডিওতে মীরের মর্নিং শো-এ ঘুম ভাঙে কলকাতার অনেকের, আম্পুনের পরদিন থেকে ঠিকভাবে সেই শো করতে পারেননি তিনি। করোনার কারণে বাড়ি থেকে শো করছিলেন। কিন্তু শহরে ইন্টারনেট সেবা না থাকায় খাপছাড়াভাবে করতে হচ্ছে মর্নিং শো। অফিস যাওয়ার উপায়ও নেই, ১৭ তলায় অফিসে পৌঁছানোর জন্য লিফট বন্ধ!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



