ঈদে যে দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেল

জুমবাংলা ডেস্ক : ঈদ উপলক্ষে মেট্রোরেল চলাচল টানা দুই দিন বন্ধ থাকছে। বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। ফলে টানা দুই দিন মেট্রোরেল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গত ঈদেও মেট্রো চলাচল বন্ধ ছিলো জানিয়ে তিনি বলেন, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে, এটা আগে থেকেই ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার ঈদের দিন বন্ধ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এতে করে দুই দিন বন্ধ থাকবে। এর বাইরে সময়সূচি মেনেই চলবে মেট্রোরেল।

জানা যায়, রমজানের প্রথমার্ধে প্রতিদিন গড়ে মেট্রোরেলে ২ লাখ ৪৬ হাজার যাত্রী চলাচল করেছে। রমজানের আগে সংখ্যাটা ছিল ২ লাখ ৯৫ হাজারের মতো। ১৬ রমজান থেকে মেট্রোরেলের চলাচল এক ঘণ্টা বাড়ানোর পর যাত্রী আরও বেড়েছে। গত পাঁচ দিনে গড়ে ২ লাখ ৯০ হাজার করে যাত্রী চলাচল করেছে।

আজও ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি করছে রেলওয়ে

Previous Article

আজও ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি করছে রেলওয়ে

Next Article

পাঁচদিনে রেমিট্যান্স এলো সাড়ে ৪৫ কোটি ডলার