ঈদে লম্বা ভ্রমণের পরিকল্পনা করতে যা করবেন

ঈদে লম্বা ভ্রমণের পরিকল্পনা করতে যা করবেন

জুমবাংলা ডেস্ক : ঈদুল ফিতর ও পয়লা বৈশাখ উপলক্ষে এবার প্রায় এক সপ্তাহের ছুটি থাকার সম্ভাবনা রয়েছে। যদি ২৯ রোজা হয় তাহলে একসঙ্গে ছয় দিন ছুটি পাওয়া যাবে। আর ৩০ রোজা হলে মিলবে টানা পাঁচ দিনের ছুটি। ফলে সারা বছর যাঁদের লম্বা ভ্রমণে যাওয়ার ফুরসত মেলে না, তাঁদের জন্য এ সময়টা আদর্শ।

ঈদে লম্বা ভ্রমণের পরিকল্পনা করতে যা করবেন

যাঁরা বিদেশে যেতে চান, তাঁরা এখন থেকে খোঁজখবর শুরু করুন। বিশেষত হোটেল ও ভ্রমণ গন্তব্য। এখন অবশ্য হোটেল বুক করা কিংবা ভ্রমণ পরিকল্পনা করা বেশ সহজ। কাউচ সার্ফিং কিংবা এয়ারবিএনবির মতো সেবা এখন ভ্রমণ অনেক সহজ করেছে। ক্ষেত্রবিশেষে এই সেবাগুলো বেশ সাশ্রয়ীও বটে। ভারত, নেপাল, ভুটানসহ আশপাশের দেশগুলোতে যেতে চাইলে কাউচ সার্ফিং কিংবা এয়ারবিএনবির সুবিধা নিতে পারেন। তাতে গতানুগতিক ভ্রমণের বাইরে আলাদা এক পৃথিবীর সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে। তা ছাড়া আগে থেকে বিমানের টিকিট বুকিং করলে কিছুটা ছাড় পাওয়া যায়। আর ভিসার জন্য এখনই আবেদন না করলে ঈদের ছুটিতে দেশের বাইরে যাওয়া নাও হতে পারে।

প্রায় প্রতিটি এয়ারলাইন ও বড় ট্যুর অপারেটর এ সময় অনেক ধরনের প্যাকেজ দিয়ে থাকে, সেগুলোর খোঁজ রাখুন অনলাইনে। আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তাহলে তাতেও অনেক অফার পাওয়ার কথা। সে বিষয়ে আপডেট থাকতে আপনার মোবাইল ফোনে পাঠানো মেসেজগুলো দেখে নিন। তারপর সুবিধামতো অফারে ঘুরে আসুন যেকোনো জায়গা থেকে।