জুমবাংলা ডেস্ক : সরকার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে। এর ফলে টানা ৯ দিনের ঈদের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে জরুরি পরিষেবা সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান খোলা থাকবে।
ঈদের ছুটি ৯ দিন হওয়ার কারণ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ৩ এপ্রিল ছুটি ঘোষণা করায় এবার সরকারি ছুটি ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দীর্ঘ ৯ দিন হবে। মূলত, সাপ্তাহিক ছুটি এবং ঈদের ছুটিকে একত্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩ এপ্রিল ছুটি ঘোষণার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত করা হয়।
কোন কোন প্রতিষ্ঠান ছুটির আওতায় থাকবে না
যদিও ঈদের ছুটি ৯ দিন হবে, তবে জরুরি পরিষেবা খাতে কর্মরতরা এই ছুটির বাইরে থাকবেন। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরসমূহ, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা, ডাকসেবা এবং এ সংক্রান্ত যানবাহন ও কর্মীরা তাদের দায়িত্ব পালন করবেন।
স্বাস্থ্য ও চিকিৎসা খাতের কার্যক্রম
হাসপাতাল, ক্লিনিক, ওষুধ সরবরাহ এবং চিকিৎসা সংক্রান্ত পরিষেবাগুলো ঈদের ছুটির আওতার বাইরে থাকবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনগুলো স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে।
সরকারি ও বেসরকারি খাতের কর্মচারীদের জন্য সুবিধা
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো ছুটির সুবিধা পাবে। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ছুটির দিনগুলো প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
এবারের ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় কর্মচারীদের পরিবার-পরিজনের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ মিলবে। তবে জরুরি পরিষেবা ও চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো যথারীতি চালু থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।