এম আর মহসিন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৬৯টি কোচ মেরামত করা হয়েছে। এসব কোচ রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ব্রড ও মিটার গেজের ট্রেনে জুড়ে দেওয়া হবে বলে জানা গেছে।
সড়কপথে দুর্ঘটনা, যানজট, মাত্রাতিরিক্ত ভাড়ার কারণে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তিরুপ চিরচেনা। তাই সকল যাত্রীর প্রথম লক্ষ্য রেলপথে ভ্রমন। এ সকল দিক বিবেচনা করে ঈদের আগে ও পরে প্রায় ১ লাখ যাত্রী বিভিন্ন গন্তেব্যে যাতায়াতের সুবিধা পাবেন।
সৈয়দপুর রেল কারখানা সূত্র জানায়, ঈদ যাত্রায় ঊর্ধ্বতনরা এ কারখানার তীব্র জনবল সংকটের কারণে কোচ মেরামতের সংখ্যা ৭৫ থেকে নামিয়ে ৪০টি করেছিল। তবে কারখানা কতৃপক্ষ পূর্বের নিয়মিত সংস্কার কাজের ২৯টি কোচ এর সাথে যোগ করে মোট ৬৯ টি কোচ মেরামত করেন। ঈদ স্পেশাল, বিশেষ মেরামত ও সিডিউল মেরামত মিলে সকল সংস্কার কোচগুলো ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে বাকি ৪টি কোচ আগামিকাল (৮ আগষ্ট) রেলের ট্রাফিক বিভাগের কাছে সরবরাহ করা হবে। এ সব কোচের মধ্যে সিডিউল মেরামতের ১২ টি মিটার গেজ ও ৪২ টি ব্রডগেজ লাইনের কোচ এবং বিশেষ মেরামতের ৫টি মিটার গেজ ও ১০ টি ব্রডগেজ লাইনের কোচ। এ সকল কোচ নেয়ার পর পাকশী ও লালমনিরহাট ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে।
সূত্রটি আরও জানায়, জুলাই থেকে এ রেল কারখানার ২৮টি উপকারখানায় কোচগুলোর যন্ত্রাংশ ও সরঞ্জাম তৈরি করা হয়। আর কোচগুলো মেরামতে সকল কর্মরতরা সাধারনের পাশাপাশি ছুটির দিনেও কর্মব্যস্ত সময় পার করছেন।
রেলওয়ে কারখানার জিওএইস সপের ইনচার্জ প্রকৌশলী মো. নিজামুল হক জুমবাংলাকে জানান, বিদেশে এ সকল কোচ মেয়াদের আগে সমস্যা হলে তারা অচল ঘোষণা করে। আমাদের এখানে মেরামতের পর কমপক্ষে অচল কোচগুলো এখানে মেরামতের পর কমপক্ষে আরও ২০ বছর অনায়াসে ব্যবহার করা যাবে। তবে জনবল এখানে অনুমোদিতের ৭০ ভাগের কম। এই জনবল দিয়ে রেলপথের চাহিদা পূরন হচ্ছে। তবে ক্রমান্বয়ে দক্ষ জনবল অবসরে যাওয়া ও দীর্ঘদিন জনবল নিয়োগ না হওয়ায় এর প্রভাব পড়তে পারে। অচিরেই জনবল নিয়োগ দিলে এ কারখানার দ্বারা রেলওয়ের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ওর্য়াকস ম্যানেজার মেখ হাসানুজ্জামান জুমবাংলাকে বলেন, ঈদযাত্রায় ঘুরমুখো মানুষদের কথা ভেবে রেলওয়ে তৎপর রয়েছে। তাই যাত্রা নির্বিঘ্ন করতে এ সকল কোচ মেরামতের পর হস্তান্তর পর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেগুলো বিভিন্ন আন্তঃনগর ট্রেনে সংযোগ দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।