ঈদ উপলক্ষে ১৯-২৫ মার্চ ব্যাংকে মিলবে নতুন টাকা

New money for Eid

ঈদ উপলক্ষে ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট ব্যাংকে পাওয়া যাবে। নতুন টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে। অপচয় রোধ করার জন্যই নতুন নোটের ডিজাইনের কোন পরিবর্তন আনা হচ্ছে না। গ্রাহকরা ব্যাংকের শাখা থাকে নতুন টাকা পাবে।

New money for Eid

কেন্দ্রীয় ব্যাংক অলরেডি জানিয়েছে যে, তারা নতুন টাকার নোট ছাপিয়েছে। ঈদ উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে নতুন নোট নিয়ে আসছে। ৫০, ২০ ও ৫ টাকার নোট গ্রাহকরা নিতে পারবে। বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকে আপনি নতুন নোট পাবেন। ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত এ সুবিধা দেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘যে সকল ব্রাঞ্চে এই টাকাটা ছাড়া হবে সেখানে নির্দেশ দেওয়া আছে যে তারা জনগণের স্বার্থে দৃশ্যমান হয় এমন দৃশ্যমান জায়গায় ছাপিয়ে দেবে নোটিশ আকারে যে কোনো গ্রাহক, কোন নোট কতটি পাবে। অর্থাৎ এখানে ব্যক্তি থেকে ব্যক্তির বিভেদের কোনো সুযোগ নেই।’

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল অংকের অর্থের অপচয় হবে। তবে, আগামী এপ্রিল থেকে মে নাগাদ জুলাই বিপ্লবের গ্রাফিতির নতুন নোট বাজারে আসবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

আরিফ হোসেন খান বলেন, ‘অপচয়ের বিষয়টাও আমরা মাথায় রেখে পূর্ববর্তী যে ডিজাইন বা বর্তমানে যে বিদ্যমান ডিজাইন আছে সে ডিজাইনেরই ৫ টাকা, ২০ টাকা এবং ৫০ টাকার নোট মোট ৮০টি ব্রাঞ্চের মাধ্যমে বাজারে প্রচলন করব।’ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত বাজারে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোট ছিল ৩ লাখ ১ হাজার ৭৭৪ কোটি টাকার।