Advertisement
জুমবাংলা ডেস্ক : পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে শুক্রবারও কর্মস্থলে ফিরছে রাজধানীর কর্মজীবী মানুষ। দক্ষিণাঞ্চলের মানুষের ঢল নেমেছে কাঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে। যাত্রীর চাপে ফেরিগুলোতে যানবাহন পারাপার করতে হিমশিম খাচ্ছে। ফেরিতে গাদাগাদি করে যাত্রীরা পার হচ্ছেন। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক আছে। তবে, তীব্র স্রোতের কারণে ফেরি পারাপার ও লোড-আনলোডে কিছুটা সময় বেশি লাগছে।
ঢাকা-আরিচা মহাসড়কে বাস ছাড়া অন্য সব ধরণের গাড়ি চলাচল করছে। ঈদ শেষে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ও গ্রাম থেকে ঢাকামুখী হয়েছে হাজারো মানুষ। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও ছোট ছোট যানবাহনে ঢাকামুখী বিপুল সংখ্যক মানুষ। তবে গাবতলি বাস টার্মিনালে এসে ভোগান্তিতে পড়ছেন অনেকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



