বাংলাদেশে চীনের ঘুলজা গণহত্যার ২৬তম বার্ষিকী পালিত

জুমবাংলা ডেস্ক: চীনের মুসলিম উইঘুরদের সঙ্গে সংহতি জানিয়ে আজ উইঘুর মুসলমানদের ঘুলজা গণহত্যার ২৬তম বার্ষিকী পালন করেছে বিবিএসএস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে রাজধানীর পুলিশ প্লাজা হতে এক সাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুলশান ১, গুলশান ২ ও বারিধারার ইউনাইটেড হসপিটাল হয়ে আবার পুলিশ প্লাজায় এসে শেষ হয়।

পরে পুলিশ প্লাজার সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তৌফিক আহমেদ তফছির। এতে সংগঠনটির মহাসচিব ও গাজী টিভির প্রযোজক শফিকুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা এমদাদুল হক ছালেক, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন,বিশিষ্ট সাংবাদিক মুস্তাফিজুর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন মুন্সী, সোস্যাল এক্টিভিস্ট হাফিজ সম্ভো ও সংগঠক এম এইস মিল্টন।

সভাপতির বক্তব্যে তৌফিক আহমেদ তফছির বলেন, আজ ৫ ফেব্রুয়ারি চীনের ঘুলজা সিটি দাঙ্গার ২৬তম বার্ষিকী। ১৯৯৭ সালের এই দিনে ঘুলজাতে উইঘুর বিক্ষোভকারীরা শহরে ধর্মীয় দমন ও জাতিগত বৈষম্যের অবসানের আহ্বান জানিয়ে একটি অহিংস প্রতিবাদে অংশ নিয়েছিল। সহিংসভাবে বিক্ষোভ দমন করার পর, চীনা কর্তৃপক্ষ নির্বিচারে বিপুল সংখ্যক উইঘুরদের আটক করে। তাদের অভিযুক্ত ভূমিকার জন্য বেশ কিছু উইঘুর অংশগ্রহণকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ঘুলজা হত্যাকাণ্ডের ছাব্বিশ বছর পরও জবাবদিহিতা করে নাই চীন। চীন ৯০ এর দশক থেকে যুব আন্দোলনের সাথে যুক্ত থাকা প্রতিটি উইঘুরকে খুঁজে বের করে চলেছে এবং তাদের বন্দী শিবিরে পাঠিয়ে শাস্তি দিচ্ছে। বাংলাদেশের মুসলমানরা উইঘুর মুসলমানদের দাবীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

এদিকে, উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনা নৃশংসতা ও চলমান গণহত্যা তুলে ধরে গাজীপুরে ঘুলজা গণহত্যার ২৬তম বার্ষিকী উপলক্ষে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করেছিল সঞ্চয়ন নাগরিক সমাজ।

বিক্ষোভকারীদের নেতৃত্বে ছিলেন মাওলানা আবদুল আলিম সাইফী, হাফেজ মাওলানা আলী উল্লাহ, মাওলানা আবদুল্লাহ সোহেলী ও মাওলানা রশিদ জলাবাদী।

বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম (বিএসএএফ) সংখ্যালঘু ও উইঘুরদের প্রতি চীনের অমানবিক আচরণ তুলে ধরতে (৫ ফেব্রুয়ারি) রাজশাহীর সাহেব বাজার, জিরো পয়েন্টে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের পোস্টার ও ব্যানার বহন করতে দেখা যায়।

চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট। অনুষ্ঠানে মাওলানা নুরুল ইসলাম (বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চট্টগ্রাম দক্ষিণ শাখার সভাপতি), মাওলানা এম এ মতিন (বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান) এবং এস ইউ এম আবদুস সামাদসহ (বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সাধারণ সম্পাদক) প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন।