স্পোর্টস ডেস্ক: সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৯ রানে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে ২-১ এ সিরিজ জিতে নিয়েছে আফগানরা।
গতকাল লক্ষ্ণৌতে টস জিতে ব্যাট হাতে শুরুতেই হোঁচট খায় রশীদ খানের দল। প্রথম ওভারেই দলীয় তিন রানে হার্ডহিটার ওপেনার হযরতুল্লাহ যাযাইকে ফেরান উইন্ডিজ পেসার কটরেল। নিজের দ্বিতীয় ওভার করতে এসে করিম জানাতকেও হোপের তালুবন্দী করেন এই ক্যারিবিয়ান।
রানআউটের শিকার হয়ে দলীয় ৪৪ রানে ফেরেন ইব্রাহিম। তবে একপ্রান্ত আগলে ব্যাট চালাতে থাকেন আরেক ওপেনার গুরবাজ। তার ৫২ বলে ৭৯ রানের দারুণ ইনিংস থামান কাইরেন পোলার্ড। সাথে আসগর-জাদরান-নবীদের সংগ্রহে স্কোরবোর্ডে ১৫৬ রানের পুঁজি পায় আফগানিস্তান।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে আফগান বোলারদের সামনে কঠিন পরীক্ষায় পড়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। দলীয় ১৩ রানে ফেরেন সিমন্স। তিন রান যোগ হতেই ব্র্যান্ডন কিংকে আউট করেন করিম। রশিদ-মুজিবদের কিপটে বোলিংয়ে স্কোরবোর্ড চাপে পড়েন হেটমায়ার-পোলার্ডরা। ৩ উইকেট শিকার করেন নাভিন উল হক। ৭ উইকেট হারিয়ে ১২৭ রানে থামে ওয়েস্ট ইন্ডিজদের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান- ২০ ওভার ১৫৬/৮
ওয়েস্ট ইন্ডিজ- ২০ ওভার ১২৭/৭
ফলাফল: ২৯ রানে জয়ী হয় আফগানিস্তান।
ম্যাচ সেরা: রহমানুল্লাহ গুরবাজ।
সিরিজ সেরা: করিম জানাত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।