মাইক্রোসফ্ট উইন্ডোজ 10-এ তার নিজস্ব পরিষেবাগুলি প্রচার করতে পছন্দ করে। অনেক ক্ষেত্রে এসব পরিষেবা ব্যবহারকারীদের কাছে বিরক্তিকর মনে হয়। অপ্রয়োজনীয় বিজ্ঞাপন, টিপস, সাজেশন, অ্যাপ ও পপ-আপগুলি স্থায়ীভাবে বন্ধ করার জন্য কীভাবে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে তা আলোচনা করা যাক।
মাইক্রোসফট উইন্ডোজ টেন এ প্রি-ইন্সটল করা গেমস ছিলো যা অনেকের কাছেই বিরক্তিকর মনে হয়েছে। কেননা এসব গেমস অধিকাংশ ব্যক্তিরাই খেলতে চায় না। এখন উইন্ডোজ বিভিন্ন ক্ষেত্রে সাজেশন প্রদান করে যা ব্যবহারকারীদের কাছে সমীচীন মনে হয় না।
এসব সাজেশন বন্ধ করার জন্য Settings > Personalization > Start অপশনে প্রবেশ করুন। পরবর্তী সময়ে Show Suggestions Occasionally in Start অপশনটি আনটিক করে দিতে হবে।
Live Tile নিয়ে আপনি সমস্যার সম্মুখীন হলে তার সমাধান সম্ভব। রাইট বাটনে ক্লিক করে More option মেনুতে যান। এরপর Live Tile সার্ভিসটি বন্ধ করে দেন। আপনি ইচ্ছা করলে এসব এপ্লিকেশন পুরোপুরি আন-ইন্সটল করে দিতে পারেন।
উইন্ডোজের লক স্ক্রিন ফিচারে কিছু সমস্যা লক্ষণীয়। উদাহরণ হিসেবে বলা যায় যখন স্ক্রিনে লক স্ক্রিনের ইমেজটি দেখতে পারবেন তখন সেখানে অনেক লিখিত বক্তব্য থাকে।
অনেক ক্ষেত্রে তা মজাদার মেসেজ হয়ে থাকে। নিজস্ব পরিষেবা প্রচারের ক্ষেত্রেও এসব ইমেজ ব্যবহার করা হয়। এ সার্ভিসটি বন্ধ করতে Settings > Personalization > Lock Screen মেনুতে চলে যান। এরপর ‘Get Fun Facts, Tips, and More’ অপশনটি টুগল অফ করে দিন।
আপনি ইচ্ছা করলে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিতে পারবেন। তাছাড়া ফেস আনলক বা ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম ব্যবহার করলে লক-স্ক্রিন এর ফিচারটি বাইপাস করতে পারবেন।
বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করতে চাইলে Settings > Privacy > General অপশনে যানে। এরপর Let Apps Use Your Advertising ID মেনু থেকে সার্ভিসটি বন্ধ করে দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।