উইন্ডোজ ব্যবহারকারীদের অনেকেই ই-মেইল আদান-প্রদানের জন্য মাইক্রোসফট আউটলুকের বদলে গুগলের জিমেইল ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর মূল কারণ, মাইক্রোসফট আউটলুকে থাকা বিভিন্ন ত্রুটির কারণে মাঝেমধ্যেই সমস্যায় পড়তে হয় ব্যবহারকারীদের। আর তাই আগামী ফেব্রুয়ারি মাস থেকে উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই হালনাগাদ সংস্করণের আউটলুক ইনস্টল করে দেবে মাইক্রোসফট। উইন্ডোজের নিরাপত্তা হালনাগাদের অংশ হিসেবে কম্পিউটার বা ল্যাপটপে স্বয়ংক্রিয়ভাবে আউটলুক ইনস্টল করা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট ৩৬৫ অ্যাডমিন সেন্টারের এক বার্তায় বলা হয়েছে, মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারকারীদের জন্য নতুন এ নিয়ম প্রযোজ্য হবে। ১১ ফেব্রুয়ারি থেকে উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের অনুমতি ছাড়া যন্ত্রে স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ আউটলুক ইনস্টল হলেও যন্ত্রের কনফিগারেশন বা ডিফল্ট সেটিংস পরিবর্তন হবে না। নতুন সংস্করণের আউটলুক ইনস্টল করা বন্ধ করা যাবে না, তবে ব্যবহারকারীরা চাইলে ইনস্টল শেষে আউটলুক মুছে ফেলতে পারবেন।
মাইক্রোসফটের তথ্যমতে, হালনাগাদ সংস্করণের আউটলুক ইনস্টল হওয়ার পর স্টার্ট মেনুর অ্যাপস বিভাগে খুঁজে পাওয়া যাবে। এটি ক্ল্যাসিক আউটলুক প্রতিস্থাপন করবে না এবং কোনো কনফিগারেশন বা ডিফল্ট সেটিংস পরিবর্তন করবে না। ক্ল্যাসিক আউটলুক ও নতুন আউটলুক উভয়ই একসঙ্গে ব্যবহার করা যাবে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলা যন্ত্র থেকে আউটলুক মুছে ফেলতে রিমুভ অ্যাপ এক্সপ্রোভিশন্ড প্যাকেজ কমান্ড ব্যবহার করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।