বর্তমানে উইন্ডোজ পিসির জন্য গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, ফায়ারফক্স ইত্যাদি ব্রাউজার জনপ্রিয়। তবে পারফরম্যান্স, স্পিড, শক্তিমত্তা ও দুর্বল দিক ইত্যাদি বিষয়ে এদের মধ্যে পার্থক্য বিদ্যমান। আজকের আর্টিকেল এ আলোচনা করা হবে কোন ব্রাউজার আপনার উইন্ডোজ পিসিতে সবথেকে ভালো পারফর্ম করতে সক্ষম হবে বিশেষ করে কম ব্যাটারি খরচ (Power Efficient) করবে।
টেস্টিং মেশিনে চারটি ব্রাউজার নিয়ে পরীক্ষা করা হয়েছে। এরা হচ্ছে গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, মজিলা ফায়ারফক্স ও ভিভালতি।
আমাদের প্রথম টেস্ট ছিল কোন ব্রাউজার সবথেকে কম ব্যাটারি খরচ করে যখন ১০৮০পি রেজুলেশনে ইউটিউব লোডকরা হয়। এ সময়ে পারফরম্যান্স কেমন সেটা দেখা হয়েছে। টেস্ট করে দেখা যায় যে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে সবথেকে বেশি সময় ধরে ইউটিউবে ভিডিও দেখা সম্ভব। তারমানে এই ব্রাউজারটি সবথেকে কম ব্যাটারি খরচ করে। এর পরে অবস্থান করছে যথাক্রমে ভিভালদি, মাইক্রোসফট এজ ও সবশেষে মজিলা ফায়ারফক্স।
আমাদের দ্বিতীয় টেস্টের বিষয় ছিল ইন্টারনেট ব্রাউজিং এর সময় কোন অ্যাপটি সবথেকে কম ব্যাটারি খরচ করে। পরীক্ষার ফলাফলে দেখা যায় পাওয়ার সেভিং মুডে মাইক্রোসফট এজ ব্যবহার করে আপনি ৩৯৫ মিনিট পর্যন্ত ব্রাউজিং করতে পারবেন। এ পরীক্ষায় দেখা যায় সব থেকে বেশি ব্যাটারি খরচ করে মজিলা ফায়ারফক্স। মাইক্রোসফট এজের ঘাড়ে নিশ্বাস ফেলছে ভিভালদি ব্রাউজার। এ ব্রাউজার দিয়ে ৩৮৭ মিনিট পর্যন্ত ইন্টারনেটে ব্রাউজিং করা সম্ভব।
তবে আপনি যদি এনার্জি সেভিং মুড ব্যবহার করতে না চান তাহলে ভিভালদি ব্রাউজার আপনার বেস্ট অপশন হতে পারে। কেননা মাইক্রোসফট এজ ব্রাউজারে এনার্জি সেভিং মুড ব্যবহার করলেই আপনি ভালো ফলাফল পাবেন। গুগল ক্রোমের সবথেকে জনপ্রিয় ব্রাউজার হওয়ার পেছনের একটি কারণ হচ্ছে সব মিলিয়ে এটির পারফরম্যান্স বেশ সন্তোষজনক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।