স্পোর্টস ডেস্ক: উইম্বলডনে পোল্যান্ডের হুবের্ত হুরকাজের কাছে ৬-৩,৭-৬(৭-৪),৬-০ গেমে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ২০টি গ্র্যান্ডস্লাম জয়ী টেনিস তারকা রজার ফেদেরার।
সুইস টেনিস তারকা ফেদেরারকে হারিয়ে প্রথমবারের মতো কোনও গ্র্যান্ড স্লামে সেমিফাইনালে উঠলেন ২৪ বছর বয়সী হুরকাজ। এর আগে কোনও গ্র্যান্ড স্লামে সেমিফাইনালে উঠতে পারেননি তিনি।
গতকাল (বুধবার) ৩৯ বছর বয়সী টেনিসের কিংবদন্তী ফেদেরারকে হারানোর পর পোলিশ খেলোয়াড় হুরকাজ বলেছেন, এটা আমার কাছে সুপার স্পেশাল। এখানে খেলতে পারা, যেখানে ফেদেরার কত দারুণ কিছু করেছে। এটা স্বপ্ন সত্যি হয়েছে বলতে পারেন।
অন্যদিকে বিশ্বের নম্বর ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ ঠিকই সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। এই সার্বিয়ান তারকা হারিয়েছেন হাঙ্গেরির মার্টন ফুচসোভিচকে। দুই ঘন্টা ১৭ মিনিটের ম্যাচে জোকোভিচ ৬-৩,৬-৪,৬-৪ গেমে ফুচসোভিচকে হারান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।