স্পোর্টস ডেস্ক: চলতি বছর জুন মাসের ২৯ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিলো গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট ‘উইম্বলডন’ চ্যাম্পিয়নশিপ। কিন্তু করোনাভাইরাসের কারণে বাতিল করে দেয়া হয়েছে এবারের উইম্বলডন। এতে রীতিমতো বিস্মিত হয়ে পড়েছেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার।
ক্যারিয়ারে শেষবারের মতো উইম্বলডন খেলার আশায় ছিলেন ৩৮ বছর বয়সী ফেদেরার। এ টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ৮ বার শিরোপা জিতেছেন ফেদেরারই। এবারও শিরোপা জয়ের লক্ষ্যেই খেলতে নামতেন ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী এ তারকা।
Devastated https://t.co/Fg2c1EuTQY pic.twitter.com/cm1wE2VwIp
— Roger Federer (@rogerfederer) April 1, 2020
উইম্বলডন টুর্নামেন্টটি বাতিল হয়ে যাওয়ায় এখন পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় রয়েছেন ফেদেরার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি এ খবরের প্রতিক্রিয়ায় লিখেছেন, বিধ্বস্ত! এখন আমি কেমন বোধ করছি তা বোঝানোর কোনো ভাষাই জানা নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।