উকিলরা সবসময়কালো কোট পরেন যে কারণে

কালো কোর্ট

জুমবাংলা ডেস্ক: ১৯ শতকের আগে নাকি ডাক্তার, উকিল সবার পোশাকের রঙই একরকম ছিল- কালো। কালো পোশাকেই ডাক্তার রোগী দেখতেন, আদালতে মোকদ্দমা লড়তেন উকিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই দুই পেশায় পোশাকের রঙে বদল আসে। আস্তে আস্তে কালো বাদ দিয়ে সাদা রঙের ইউনিফর্ম আপন করে নেন ডাক্তাররা। উকিলের ইউনিফর্ম অবশ্য কালোই রয়ে গেছে।

কালো কোর্ট

কিন্তু কেন? জানেন কী এই দুই পেশার সঙ্গে দুরকম রঙের কী সম্পর্ক?
উকিলদের পোশাকে কালো রং আর ডাক্তারের পোশাকে সাদা বহুদিনের ট্রাডিশন। বলা হয়, কালো রঙের উপর অন্য কোনো রং দিয়ে লেখা যায় না। এটাই পৃথিবীর সবচেয়ে গাঢ় সবচেয়ে ডার্ক রং। একইভাবে আদালতে উকিলের কথাবার্তার মাধ্যমে বিচারক যে রায় দেন, তাও ঐ কালো রঙের মতোই অনিবার্য, নিশ্চিত। সে রায় আর কোনোভাবে টলানো যায় না। উকিলের পোশাকের ঐ কালো রং ক্ষমতা এবং কর্তৃত্বের প্রতীক। সুবিচারের মাধ্যমে সত্যকে স্থাপন করেন উকিল, তার পোশাকের কালো রং সেদিকেই ইঙ্গিত করে।

অন্যদিকে সাদা রঙের কোট নির্দিষ্ট পেশার পরিচ্ছন্নতা ও পবিত্রতাকে তুলে ধরে। ডাক্তারের পেশার সৎ ও সুন্দর গুণ নিশ্চিত করে এই সাদা রং। তবে এই রঙের পোশাকের আরো একটি উপকারিতা রয়েছে।

ডাক্তারদের কাজের সূত্রেই নানা ধরনের কেমিক্যাল, ওষুধ, রোগীর শরীরের রস, পুঁজ, রক্তের সঙ্গে কাজ করতে হয়। সাদা পোশাকে এগুলো চট করে চোখে পড়ে। কালো কোটে এক্ষেত্রে সমস্যা হয়। সাদা পোশাক অ্যালার্জি বা যে কোনো রকম সংক্রমণ রোধেও সাহায্য করে।

উকিলদের পোশাক এখন এক-এক দেশে এক-এক রকম। ভারতে ১৯৬১ সালের অ্যাডভোকেট অ্যাক্ট অনুযায়ী উকিলদের এমন পোশাক পরা বাঞ্ছনীয় যা হবে এক রঙের, এবং মার্জিত। ব্রিটিশ আমলে কালো রঙের কোটই পরতেন উকিলরা। তারা চলে যাওয়ার পরেও পোশাকের এই রীতিতে খুব একটা বদল আসেনি।

সূত্র: দ্য ওয়াল

‘হপ শটস’ নামের এই সজির মূল্য ও গুণাগুণ শুনলে আপনি অবাক হবেন