লাইফস্টাইল ডেস্ক : উকুন খুবই ক্ষুদ্র আকারের প্রাণী যা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। অপরিচ্ছন্নতা, টুপি, ওড়না, পোশাক, হেডফোন, চিরুনি, ব্রাশ, চুল সাজানোর উপকরণ লেনদেন, উকুন আছে এমন ব্যক্তির সংস্পর্শে উকুন বংশবিস্তার করতে পারে।
উকুন রক্ত পান করলে সংশ্লিষ্ট স্থান চুলকায়, খুশকিও বাড়তে পারে। ফলে চুল পড়তে পারে। উকুন দূরে ভালো উপায় প্রতিরোধ। ব্যক্তিগত ব্যবহার্য জিনিস লেনদেন না করাসহ পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
উকুন প্রতিরোধে নিয়মিত মাথা আঁচড়াতে হবে এবং চুল পরিষ্কার রাখতে হবে। চিকন দাঁতের চিরুনি দিয়ে মাথা নিয়মিত আচড়ে ফেললে উকুন থেকে অনেকটাই মুক্তি মিলবে।
এছাড়া উকুন প্রতিরোধে পেট্রোলিয়াম জেলির ব্যবহার রয়েছে। অনেকে উকুন প্রতিরোধে বেকিং সোডা, লেবু, ভিনিগার, মেয়োনিজ, রসুন ও পেঁয়াজের রসও ব্যবহার করেন।
নানা ধরনের উকুন আছে। এসব উকুন মাথা ছাড়াও শরীরের বিভিন্ন অংশ বংশবিস্তার করতে পারে। উকুন থেকে দূরে থাকতে পরিষ্কার পরিছন্ন থাকার বিকল্প নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।