
জুমবাংলা ডেস্ক : সিলেট থেকে মঙ্গলবার রাতে পাঁচজন সন্দেহভাজন উগ্রবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই নব্য জেএমবির সদস্য বলে পুলিশ জানিয়েছে।
ঢাকায় কাউন্টার টেররিজমের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ”নব্য জেএমবি ছোটখাট কিছু ঘটনা ঘটাতে পেরেছে, কিন্তু আমাদের সতর্কতার কারণে বাংলাদেশে বড় কোনো হামলা তারা চালাতে পারেনি, ব্যর্থ হয়েছে।”
তিনি বলেন, ”তারপরেও তারা চেষ্টা করেছে। আমরা দেখেছি, গত মাসে বেশ কয়েকবার চেষ্টা করেছে।”
মনিরুল ইসলাম বলেন, সিলেটে শাহজালাল মাজারে, পল্টনে, নওগার সাপাহারে ছোটখাট ঘটনা ঘটিয়েছে।
যারা এই হামলা করেছে, সেই উগ্রবাদী সেলের মূল সদস্যদের পুলিশ গ্রেফতার করেছে বলে তিনি জানান।
১৫ আগস্ট (বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা), ১৭ আগস্ট (২০০৫ সালের সারা দেশে সিরিজ বোমা হামলা), ২১ আগস্টের (২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা) কারণে আগস্ট মাসেও সন্ত্রাসী হামলার ঝুঁকি ছিল, এই গ্রেফতারি অভিযানের মাধ্যমে অনেকাংশে সেটা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।
সূত্র : বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।