জুমবাংলা ডেস্ক : দেশজুড়ে প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বাস্তবায়ন করছে ‘ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)’ শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্প। এই প্রকল্পের আওতায় দেশের ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে।
এরইমধ্যে প্রায় ১৮ হাজার বিদ্যালয়ে এই সংযোগ স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে। বাকি বিদ্যালয়গুলোতেও দ্রুত সংযোগ কার্যক্রম শেষ করার লক্ষ্যে জোর তৎপরতা চলছে।
জানা গেছে, প্রকল্পের মেয়াদ জুন ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই সময়সীমার মধ্যে সব বিদ্যালয়ে ইন্টারনেট পৌঁছে দিতে ঈদুল আজহাসহ অন্যান্য সরকারি ছুটিতেও আইএসপি (ইন্টারনেট সেবা প্রদানকারী) প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য আইএসপি প্রতিষ্ঠানগুলোকে উপজেলা ভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অন্তত তিনদিন আগে অবহিত করতে বলা হয়েছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, অবশিষ্ট বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় নেটওয়ার্ক অবকাঠামো তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন সংযোগ স্থাপনের কাজ চলছে এবং তা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। সংযোগ প্রদান ও সমন্বয়ের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক শিক্ষায় এক নতুন যুগের সূচনা হবে। ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা সহজে অনলাইন শিক্ষা সামগ্রী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা পদ্ধতির সঙ্গে পরিচিত হতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।