মেসিরা বিশ্বকাপ জিতলেও উচ্ছ্বাস হবে না স্কালোনির গ্রামে

প্রথম বার বিশ্বকাপে কোচিং করিয়েই আর্জেন্টিনা দলকে ফাইনালে নিয়ে গিয়েছেন লিয়োনেল স্কালোনি। লিয়োনেল মেসি-সহ গোটা দলের সঙ্গেই দুর্দান্ত সম্পর্ক রয়েছে তাঁর। কোপা আমেরিকার পর বিশ্বকাপ জয়েরও স্বপ্ন দেখছেন তাঁরা। তবে আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জেতে, তা হলে গোটা দেশ উচ্ছ্বাসে মাতলেও স্কালোনির গ্রাম সেই উচ্ছ্বাসে শামিল হবে না। সান্তা ফে প্রদেশের পুজাতো গ্রাম থেকে উঠে এসেছেন … Continue reading মেসিরা বিশ্বকাপ জিতলেও উচ্ছ্বাস হবে না স্কালোনির গ্রামে