আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানায় উটের গোপনাঙ্গে কামড় দিয়ে আহত করেছেন এক নারী। দেশটির লুইজিয়ানা প্রদেশের টাইগার ট্রাক শপ চিড়িয়াখানায় এ ঘটনা ঘটেছে।
এ প্রসঙ্গে চিড়িয়াখানার ম্যানেজার পামেলা বসিয়ার বলেন, ওই নারী নিজেকে বাঁচাতে উটের গোপনাঙ্গে কামড় দিয়েছেন। পরে উটটি খুবই অসুস্থ হয়ে পড়ে। অবস্থা খারাপ হওয়ায় উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে সুস্থ করা হয়েছে।
এই ঘটনায় গ্লোরিয়া ল্যানকাস্টার ও তার স্বামী এডমণ্ড ল্যানকাস্টারকে আটক করা হয়েছে। ওই দম্পতির হঠকারিতার জন্যই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
সম্প্রতি ওই দম্পতি পোষা কুকুরকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন। ঘুরতে ঘুরতে চিড়িয়াখানায় ২৭২ কিলোগ্রাম ওজনের একটি উটের খাঁচার সামনে চলে আসেন।
এসময় হঠাৎ ওই দম্পতির কুকুরটি উটের খাঁচার মধ্যে ঢুকে পড়ে। বারবার ওই দম্পতি তাকে আটকানো চেষ্টা করেও সফল হননি। কুকুরটি খাঁচার ভেতরে প্রবেশ করলে উটটি আক্রমণ করতে আসে বলে ওই দম্পতি অভিযোগ করেন।
বাধ্য হয়ে উটের খাঁচার কাছে গিয়ে তাকে তাড়ানোর চেষ্টা করেন ওই দম্পতি। উপায় না দেখে কুকুরটিকে আনতে হামাগুড়ি দিয়ে খাঁচার মধ্যে ঢুকে পড়েন গ্লোরিয়া। তাই দেখে ভয় পেয়ে তার উপর বসে পড়ে উটটি। ব্যাস, আত্মক্ষার স্বার্থে সামনে থাকা উটের গোপনাঙ্গে কামড় বসিয়ে দেন গ্লোরিয়া।
এদিকে স্পর্শকাতর জায়গায় আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে উটটি দাঁড়িয়ে যায়। এই সুযোগে ওই নারী উটের খাঁচা থেকে কুকুরকে নিয়ে বেরিয়ে আসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।