জুমবাংলা ডেস্ক: রাজধানীর উত্তরার একটি বাসায় বুধবার ভোরে দুই গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- লক্ষ্মুপুরের রুবি (২০) ও গাজীপুরের হালিমা (১৭)। খবর ইউএনবি’র।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, উত্তরা ৩ নং সেক্টরের একটি ছয়তলা ভবনের ৫তলায় এক গার্মেন্ট ব্যবসায়ীর বাসায় এই দুই গৃহকর্মী কাজ করতেন।
তিনি বলেন, ছয়তলা ভবনের পাশের একটি একতলা ভবনের ছাদে একটি মেয়ের কান্নার শব্দ পেয়ে ভোর সোয়া ৪টায় উত্তরা ৩নং সেক্টরের এক নৈশপ্রহরী সেখানে গিয়ে দুজনকে দেখতে পায়।
‘তাদের উদ্ধার করে কাছের ক্রিসেন্ট হাসপাতালে নেয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং আরেকজন কিছুক্ষণ পর মারা যায়’, বলেন ওসি।
গৃহকর্মীদের নিয়োগকারীর বাসার সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে ওসি বলেন, রাত ৩টা ৩২ মিনিটে দুজন মেয়ে একটি ব্যাগসহ বাসা থেকে বের হয় এবং তারা ছয়তলা ভবনের ছাদে উঠে। ‘এরপর সেখানে কি হলো সেটা পরিষ্কার নয়’।
ওসি বলেন, দুজনের মধ্যে একটি মেয়ের হাত-পা ভাঙ্গা ছিল। লাশ দুটির ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা আশা করছি ময়না তদন্ত প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।