বর্তমান দুনিয়ায় ইন্টারনেট ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। তবে উত্তর কোরিয়ার ক্ষেত্রে বিষয়টি এরকম নয়। সেখানে হাতে গোনা কিছু অঞ্চল ব্যতীত অধিকাংশ জায়গায় ইন্টারনেট সুবিধা নেই। ইন্টারনেটের জন্য অবকাঠামোগত উন্নয়ন সেরকম হয়নি। তাছাড়া ইন্টারনেটের জন্য ডিভাইস কিনতে গেলে লাইসেন্সসহ অনেক বাধার সম্মুখীন হতে হয়।
উত্তর কোরিয়ার ইন্টারনেট ব্যবস্থা গ্লোবাল সিস্টেমের সাথে সম্পর্কযুক্ত নয়। কিছুদিন আগেও সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাতে কোন কয়েকটি দপ্তরে ইন্টারনেট সুবিধা ছিল। বর্তমানে বিশেষ নাগরিকদের এ সুবিধা দেওয়া হচ্ছে।
তবে গ্রামীণ এলাকার মানুষ ইন্টারনেট সুবিধা থেকে একেবারে বঞ্চিত। উত্তর কোরিয়ার এ অভ্যন্তরীণ ইন্টারনেট ব্যবস্থা গ্লোবাল সিস্টেম এর মত কাজ করে না। এখানে তথ্য পাওয়ার ক্ষেত্রে সীমানা বেঁধে দেওয়া হয়েছে। এ ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেনো বাহির থেকে কেউ অভ্যন্তরীণ বিষয়ে কেউ এক্সেস করতে না পারে। আপনি অভ্যন্তরীণ কিছু তথ্যই পেতে পারেন।
বিচ্ছন্ন থাকার কারণে দেশটির সরকার অভ্যন্তরীণ এ ব্যবস্থাকে এবং তথ্য ব্যবস্থাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে। এ নেটওয়ার্ক ম্যানেজ করার জন্য নিজস্ব সরকারি প্রতিষ্ঠান রয়েছে। এখানে এরকম ওয়েবসাইট রয়েছে যেখানে দেশটির রাষ্ট্র প্রধানের ইতিবাচক গুণাবলী তুলে ধরা হয়েছে।
এখানে নেটফ্লিক্স এর মত প্লাটফর্মের ব্যবস্থা রাখা হয়েছে যা জনগণকে বিনোদন দিতে পারে। সেটটপ বক্সের মাধ্যমে এ platform এর সাথে কানেক্টেড হতে হয়। তবে গ্লোবাল সিস্টেমের সাথে সম্পর্কযুক্ত রিয়েল ইন্টারনেট এর এক্সেস পায় হাতে গোনা অল্প কিছু মানুষ ও প্রতিষ্ঠান।
যেমন রাষ্ট্রপ্রধান ও তার পরিবার, গবেষণা প্রতিষ্ঠান, এলিট সমাজের মানুষ ও মিলিটারি লিডার। রিয়াল ইন্টারনেট ব্যবহার করতে পারে এরকম মানুষের সংখ্যা কয়েক হাজারের বেশি হবে না। এরা আবার ইন্টারন্যাশনাল প্লাটফর্মের সকল তথ্য পেতে পারে। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবস্থা সবাই ব্যবহার করতে পারে না। নির্দিষ্ট প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ তা করতে পারে।
এখানে কিছু অনলাইন পোর্টাল রয়েছে যা সরকারের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট এবং প্রেস রিলিজ প্রোভাইড করে থাকে। এখানে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং গবেষণার তথ্য দেওয়া হয়ে থাকে। টেকনোলজি এবং হ্যাকিং নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে রিয়েল ইন্টারনেটের সুবিধা দেওয়া হয়।
আপনি যদি দেশটিতে ভ্রমণের উদ্দেশ্যে যান তাহলে মোবাইল অপারেটরের মাধ্যমে রিয়েল ইন্টারনেট ব্যবহার করার সুবিধা দেওয়া হয়। এ ইন্টারনেট মোটেও সহজলভ্য এবং সাশ্রয়ী নয়। কেবল ভিজিট করতে যারা আসে তারাই এটা ব্যবহার করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।