আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার এক্সক্লুসিভ বাণিজ্যিক জোনে মাছ ধরার দায়ে উত্তর কোরিয়ার ৩টি জাহাজ আটক করেছে দেশটির সীমান্তরক্ষীরা। শুক্রবার আটককৃত জাহাজগুলোতে মোট ২৬২ জন মৎসশিকারী ছিলেন। এদের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। রাশিয়ান বর্ডার গার্ডের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রাশিয়াভিত্তিক আন্তর্জাতিক সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স।
ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে জানা গেছে, আটক জেলেদের রাশিয়ার পূর্বাঞ্চলের নাখোদকা পোর্টে নিয়ে যাওয়া হয়েছে। একইসঙ্গে জাহাজগুলো থেকে ৩০ হাজার স্কুইড উদ্ধার করেছে দেশটির বর্ডার গার্ড।
বর্ডার গার্ডের পক্ষ থেকে বলা হয়, তারা প্রথমে একটি জাহাজ আটক করে। এসময় আরেকটি জাহাজ থেকে তাদের উপর গুলি চালানো হয়। ফলে তারাও পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। বন্দুকযুদ্ধে ঐ জাহাজের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হয়। আহতদের মধ্যে একজন পরে মারা যায়। বিষয়টি সুরাহা করার জন্য রাশিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়ার একজন কূটনীতিককে ইতিমধ্যে তলব করা হয়েছে।
উল্লেখ্য, সামুদ্রিক আধিপত্য নিয়ে দুদেশের মধ্যে অনেক আগ থেকে তর্ক-বিতর্ক চলছে। এ মাসেই ১৭ সেপ্টেম্বর জাপান সাগরে রাশিয়ার টেরিটোরিয়াল জোন থেকে ২টি উত্তর কোরিয়ান জাহাজ আটক করে দেশটির সীমান্ত বাহিনী। জুলাইতে রাশিয়ারই একটি জাহাজ আটকের ব্যাপারে পিয়ংইয়ংকে দায়ী করে মস্কো। উত্তর কোরিয়া তখন দাবি করেছিল, রাশিয়ান জাহাজটি সমুদ্র আইন লঙ্ঘন করে তাদের সীমানায় ঢুকে পড়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।