নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ঢাকায় ফিরতে পারছেন না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কাঠমান্ডু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দলের ঢাকায় ফেরার কথা থাকলেও তা স্থগিত হয়েছে।
বাফুফের মিডিয়া বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। দলের ফেরার বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে।
দলীয় ম্যানেজার আমের খান জানান, কাঠমান্ডুর পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা বিমানবন্দরে যাননি। তিনি বলেন, আমরা ঝুঁকি নিয়ে বিমানবন্দর যাইনি। নেপাল আমাদের স্কট দিয়ে এয়ারপোর্টে পৌঁছে দিতে পারেনি। এখন আবার হোটেলে রুম নেওয়া হয়েছে। শুনেছি এয়ারপোর্ট অবরুদ্ধ। নতুন করে টিকিট করাও এখন অনিশ্চয়তা কারণ এখানে পরিস্থিতি বেশ উত্তপ্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠমান্ডুতে গোলাগুলি, ভাঙচুর ও জ্বালাও-পোড়াও চলছে। বাংলাদেশ দলের হোটেলের কাছেই এমন পরিস্থিতি হলেও খেলোয়াড়রা এখন পর্যন্ত নিরাপদে রয়েছেন।
প্রসঙ্গত, টানা দুইদিনের বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। উত্তেজিত জনতা ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও ওলির বাসভবনসহ একাধিক নেতার বাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে হামলা চালিয়েছে। ফলে দেশজুড়ে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়েছে। বাংলাদেশের জাতীয় ফুটবল দল পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাঠমান্ডুতেই অবস্থান করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।