Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবলো ভারতীয় মাছ ধরার ট্রলার।
ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, এফ ভি নয়ন ও এফ ভি দশভূজা নামের দুটি ট্রলার রবিবার বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ডুবে যায়।
দুটি ট্রলারে মোট ৩১ জেলে ছিলেন। তাদের ছয়জনকে উদ্ধার সম্ভব হলেও এখনও ২৫ জেলে নিখোঁজ রয়েছেন।
আবহাওয়া খারাপ থাকার কারণেই ট্রলারগুলি জলমগ্ন হয় জানায় তারা।
জানা গেছে, তিনদিন আগে প্রায় ১৫০টি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। শনিবার রাতে আবহাওয়া খারাপ হওয়ার কারণে বেশিরভাগ ট্রলার বাংলাদেশের জল সীমায় আশ্রয় নিলেও এই দুটি ট্রলার ডুবে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।