Advertisement
স্পোর্টস ডেস্ক : কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান। ভারত আর ইংল্যান্ডের মধ্যকার সিরিজটিতে লড়াইটা যেন এমনই। ম্যাচের আগে বলে দেয়া যাচ্ছে না, কোন দলের পাল্লা ভারি।
এক দল একবার দাপট দেখিয়ে জিতছে, তো পরেরবার আরেক দল। তবে আহমেদাবাদে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে একপেশে ম্যাচ নয়, লড়াইটা হয়েছে দুর্দান্ত। যে লড়াইয়ে খুব কাছে এসে ইংল্যান্ড হেরেছে ৮ রানে। ভারত সিরিজে ফিরিয়েছে ২-২ সমতা।
সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি বিশ্বকাপের দৌড়ে নিজেকে শামিল করে নিলেন এই ম্যাচ দিয়েই। ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন। আর সেই সুযোগেই জিতে নিয়েছেন একদম ম্যাচসেরার পুরস্কার।
আইপিএল দিয়ে নিজের জাত চেনানো ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানের ৩১ বলে ৫৭ রানের ইনিংসে ভর করেই ৮ উইকেটে ১৮৫ তুলতে পারে ভারত। জবাবে ৮ উইকেটে ১৭৭ রানে থামে ইংলিশদের লড়াই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।