আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নৌবাহিনীর জাহাজকে হয়রানিকারী ইরানের যেকোনো ধরনের নৌযানে হামলা চালিয়ে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে বুধবার মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন।
টুইটে ট্রাম্প বলেছেন, আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি যে, সমুদ্রে আমাদের জাহাজ হয়রানির শিকার হলে ইরানি সব ধরনের বন্দুকবাহী নৌযান গুলি চালিয়ে ধ্বংস করতে হবে।
পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর টহলের সময় ইরানের সামরিক বাহিনীর সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। নিয়মিত টহলের সময় দুই দেশের সামরিকবাহিনীর মধ্যে এই উত্তেজনা তৈরি হয়। একেবারে কাছাকাছি অবস্থানে দুই দেশের সামরিক বাহিনীর যান চলে এলেও কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।
তবে পেন্টাগন বলছে, ইরানের সামরিকবাহিনী বিপজ্জনক এবং উসকানিমূলক আচরণ করেছে; যা মারাত্মক সংঘর্ষের ঝুঁকি তৈরি করেছে।
উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর টহলের মাত্র ৯ মিটার দূরে অতিরিক্ত গতিতে ইরানি সামরিক যান চলাচল করেছে বলে অভিযোগ করেছে পেন্টাগন। কোনো ধরনের উসকানি ছাড়াই বারবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর টহল দল এ কাজ করেছে।
যক্তরাষ্ট্র বলছে, প্রায় এক ঘণ্টা ধরে মার্কিন সামরিক যান থেকে সতর্ক করে দেয়া হলেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তা কর্ণপাত করেনি। পরে বেতারে যোগাযোগ করা হলে মার্কিন যানের কাছ থেকে দূরে চলে যায় ইরানের টহল দলের সদস্যরা।
এদিকে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ অ্যাজেন্সি বলছে, রোববার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরে নিয়মিত টহলের সময় মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে অপেশাদারী এবং উসকানিমূলক আচরণের অভিযোগ করেছে।
বুধবার ইরান প্রথমবারের মতো সামরিক স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের ঘোষণা দেয়ার পর ট্রাম্পের ওই হুমকি এল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।