এবার বিপাকে চয়নিকা, উদ্ধার করলেন পরীমনি

পরীমনি

পরীমনি

বিনোদন ডেস্ক : সম্প্রতি চিত্রনায়ক ইমন এবং চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে ‘কাগজের বউ’ ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দেন নির্মাতা চয়নিকা চৌধুরী। কিন্তু হঠাৎ করেই মাহি এই কাজ থেকে সরে দাঁড়ান। যে কারণে বিপাকে পড়েন নির্মাতা।

এতো অল্প সময়ে নায়িকা কাস্ট করে শুটিং করা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন চিত্রনায়িকা পরীমনি। মাহির পরিবর্তে এখন পর্দায় এই নায়িকাকে দেখা যাবে। মাহি অসুস্থতার কারণ দেখিয়ে ‘কাগজের বউ’ থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেও হাসপাতাল থেকে সরাসরি চয়নিকা চৌধুরীর শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমনি।

চয়নিকা চৌধুরী বলেন, ‘দুইদিন ধরে আমি ভীষণ ভালো আছি। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী শুক্রবার শুটিং শুরু করেছি। পরী প্রথম দিনই শুটিংয়ে অংশ নেন। একটানা বেশ কয়েকদিন শুটিং করব। পরীকে পেয়ে নিজেকে আমি ভাগ্যবান মনে করছি।’

তিনি আরো বলেন, ‘শুটিংয়ের জন্য আমরা প্রস্তুত ছিলাম- একদিন বাদেই শুটিং, এমন সময় মাহি জানালেন অসুস্থতার কারণে নির্ধারিত তারিখ অনুযায়ী তিনি শুটিং করতে পারবেন না। তিনি তারিখ পরিবর্তন করতে বললেন।

তবে তার জন্য তারিখ পরিবর্তন করলে পরবর্তীতে অন্য শিল্পীদের ডেট পাওয়া নিয়ে ঝামেলা হতো। তখন আরও চরম বিপাকে পড়তাম। গল্পে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন আবুল হায়াত। তার তারিখ পরিবর্তন করলে পরে তাকেও আর পাওয়া যেত না। ফলে আমি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম।’