সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল থেকে উদ্ধার করা তিনটি পাখি অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে তিনটি পানিকৌড়ি পাখি অবমুক্ত করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
সোমবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে মৎস্য আহরণের জন্য পাতানো জেলেদের জালে আটকা পড়ে তিনটি পাখি। খবর পেয়ে জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সদস্যা ওই জেলেসহ পাখিগুলো নিয়ে আসেন ইউএনও কল্যাণ চৌধুরীর কাছে। জেলের বিরুদ্ধে পাখি শিকারের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে ছেড়ে দিয়ে পাখিগুলো অবমুক্ত করা হয়।
ইউএনও কল্যাণ চৌধুরী জুমবাংলাকে বলেন, ‘পাখি শিকার দন্ডনীয় অপরাধ। যদি কেউ জেনে বুঝে এ ধরনের অপরাধে জড়িয়ে পড়েন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসময় জবই বিল মৎস্য চাষী সমবায় সমিতির সভাপতি বকুল হোসেন, জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মিজানুরর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।