আন্তর্জাতিক ডেস্ক: সেতু উদ্বোধনের জন্য কর্মকর্তাদের নিয়ে সদলবলে ফিতা কাটতে প্রস্তুত প্রধান অতিথি। এমন সময় হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো সেতুটি। সম্প্রতি মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতান্ত্রিক কঙ্গোতে ঘটেছে এই ঘটনা।
তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বর্ষাকালে বাসিন্দাদের নদী পারাপারে সুবিধার জন্য সেতুটি তৈরি করা হয়েছিল। এতদিন যে অস্থায়ী অবকাঠামো ব্যবহার করে নদী পার হতেন স্থানীয়রা, সেটি প্রায়ই ভেঙে পড়তো।
এদিকে উদ্বোধনের সময় সেতুটি ভেঙে পড়ার সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে সেতুর ওপর দাঁড়িয়ে রয়েছেন কর্মকর্তারা।
সেতু উদ্বোধনের কার্যক্রম হিসেবে ফিতা কাটলেই শেষ হবে অনুষ্ঠান। কিন্তু এক নারী অতিথি ফিতা কাটার জন্য কাঁচি হাতে নিতেই সবাইকে সমেত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি।
খবরে বলা হয়, সেতুটি ভেঙে পড়ার এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। উপস্থিত নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গেই ভুক্তভোগীদের উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ওজনের কারণে ভেঙে পড়েছে সেতুটি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এর গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন মজা করে বলেছেন, ‘মনে হলো, ওই ফিতাটিই সেতুটিকে ধরে রেখেছিল।’
অন্যদিকে সম্ভাব্য দুর্নীতির দিকে ইঙ্গিত করে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, এই সেতুর খরচ লাখ লাখ ডলারের বেশি হলে অবাক হবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।