জুমবাংলা ডেস্ক : রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) করোনা রোগীদের চিকিৎসায় অস্থায়ীভাবে নির্মিত দুই হাজার শয্যার হাসপাতাল উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (১৭ই মে) দুপুরে, রাজধানীর কুড়িলে এই হাসপাতাল উদ্বোধন করেন তিনি। এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাট-বাজার ও রাস্তাঘাটে মানুষের সমাগম বাড়ায় করোনা সংক্রমণ বেড়েছে। এই জনসমাগম নিয়ন্ত্রণ না করলে করলে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা রয়েছে।
গত ১২ই এপ্রিল নির্মাণ শুরু হয় হাসপাতালটির। এরপর তিন সপ্তাহের মধ্যেই উদ্বোধনের জন্য প্রস্তুত হয়ে যায় এই করোনা হাসপাতালটি। দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় রোগ মোকাবিলায় অস্থায়ী হাসপাতালটির জন্য আড়াই লাখ বর্গফুট জায়গা ব্যবহার করা হয়েছে।
হাসপাতালটিতে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য মোট আইসোলেশন বেড রয়েছে ২,০১৩টি। ছয়টি ক্লাস্টারে এক হাজার ৪৮৮টি বেড বসেছে। এছাড়া তিনটি কনভেনশন হলে থাকছে আরও ৫২৫টি বেড। এর বাইরে চার নম্বর হলে ৭১ বেডের আইসিইউ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


