দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে আবারও বিএনপি-জামাত ষড়যন্ত্র করছে। বিএনপি-জামাতের ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাস মোকাবিলা করে বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
তিনি বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গ্রামকে শহরে পরিনত করতে নানান উদ্যোগ গ্রহণ করে সফলতা এনেছেন শেখ হাসিনা। বাস্তবে শহরে পরিনত হচ্ছে গ্রাম।
আজ (১৫ এপ্রিল) ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর সদরে নব-নির্মিত ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২য় তলা পাঁচবাড়ী হাট নতুন মার্কেট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রান্তিক এবং গ্রাম এলাকার মানুষের মাঝে শহরের সকল সুবিধা পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং করছে। শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ পুরো অবকাঠামো খাতে আমূল পরিবর্তন এসেছে।
অবকাঠামোগত উন্নয়নে বদলে যাচ্ছে দেশ উল্লেখ্য করে হুইপ বলেন, বিএনপি-জামাতের আমলে দেশের কোন উন্নয়ন হয়নি। দুর্নীতি ও লুটপাট, আত্মসাতে ব্যস্ত ছিল বিএনপি-জামাত।
তিনি বলেন, বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, শুধু সামনের দিকে এগিয়ে যাবে। দেশ যতদিন শেখ হাসিনার নেতৃত্বে থাকবে, ততদিন নিরাপদ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে ও বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপ-সচিব মোরার্জি দেশাই বর্মন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা ইঞ্জিনিয়ার জাকিউল আলম, পৌর আওয়া মীগের সভাপতি এ্যাড, শামীম আলম সরকার বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইসহাক চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, ৫নং শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোকসেদ আলী রানা, শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, ৯নং আস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান প্রমুখ।
নব-নির্মিত ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২য় তলা পাঁচবাড়ী হাট নতুন মার্কেট ভবনের উদ্বোধন শেষে মার্কেট পরিদর্শন করেন হুইপ ইকবালুর রহিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।