বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের বাজারে নতুন চমক। উন্মোচিত হলো ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরার ফোন। ডিভাইসটি এনেছে শাওমির সাব-ব্র্যান্ড পোকো। মডেল পোকো এক্স৪ প্রো ৫জি। স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটি প্রদর্শিত হচ্ছে।
পোকোর নতুন ফোন আইফোন ১২ এবং আইফোন ১৩ সিরিজের মতো ফ্ল্যাট এজ ডিজাইনে তৈরি। ফোনটি মিডরেঞ্জের হলো প্রিমিয়াম ফিল পাওয়া যাবে।
৬.৬৭ ইঞ্চির এইচডিপ্লাস ডিসপ্লে ব্যবহৃত হয়েছে নতুন পোকো ফোনে। ডিসপ্লের সুরক্ষার জন্য দেয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন। ব্যবহারকারীর চারপাশের আলোর উপর ভিত্তি করে ডিসপ্লে অ্য়াডজাস্ট হবে। ফোনের ভেতরে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট। যা চলবে ৮ জিবি র্যামে। স্টোরেজ ২৫৬ জিবি।
ফোনের পিছনে একটি আয়তক্ষেত্রাকার মডিউল রয়েছে। যার ভেতরে ট্রিপল ক্যামেরা সেটাপ মনোযোগ কাড়ে। বড় ক্যামেরা মডিউলটি একটি কালো ব্যাকগ্রাউন্ডের ওপর ডিজাইন করা হয়েছে। পেছনের ক্যামেরা মডিউলটিতে একটি ১০৮ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার রয়েছে।
মূল ক্যামেরা দিয়ে ৩০ ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করা যাবে। সেলফির জন্য সামনে ১৬ মেগাপিক্সেলের শুটার দেয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য থাকছে ৫জি, ৪জি এলটিই। আরও থাকছে ব্লুটুথ ৫.১, ওয়াইফাই ৫ এবং ইউএসবি টাইপ সি পোর্ট।
ব্যাকআপের জন্য দেয়া হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। যা চার্জ দেয়ার জন্য ৬৭ ওয়ার্টের ফাস্ট চার্জার দেয়া হয়েছে। ফোনটি চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ভার্সনের পোকো এক্স ৪ প্রো ৫জি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ২৯৯ ইউরো। অন্যদিকে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩৪৯ ইউরো।
লেজার ব্ল্যাক, লেজার ব্লু ও পোকো ইয়েলো রঙের অপশনের মধ্যে ফোনটি বেছে নেয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।