জুমবাংলা ডেস্ক : সরকারি কাজে বাধা দেওয়ায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম শফিউল আযম লেলিনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ২টার দিকে তাকে আটক করা হয়।
আ.লীগ নেতা জিএম শফিউল আযম লেলিন গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি গ্রামের মৃত নওশের আলম গাইনের ছেলে। লেলিন গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, ইউনিয়নের ডুমুরিয়া খেয়াঘাট এলাকা থেকে তাকে পুলিশ আটক করে। তার বিরুদ্ধে অভিযোগ, উপকূল এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিতে বাধা প্রদান করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা সাংবাদিকদের জানান, সরকারি কাজে বাধা প্রদান ও সরকারের নীতির সমালোচনা করায় তাকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ-শ্যামনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে অসদাচারণ করায় তাকে আটক রাখা হয়েছে। পরবর্তীতে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।