জুমবাংলা ডেস্ক: উপকূলীয় এলাকা থেকে সরে সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
শুক্রবার (৩ মে) সন্ধ্যায় পতেঙ্গার উপকূলীয় এলাকা পরিদর্শনে গিয়ে এ অনুরোধ জানান তিনি।
মেয়র নাছির জানান, সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ডে বঙ্গোপসাগরের উপকূল রয়েছে। এসব উপকূল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে ৪ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে।
মেয়র আরও জানান, ভয়াবহ ফণী মোকাবিলার জন্য পূর্ববর্তী ও পরবর্তী প্রস্তুতি নেওয়া হয়েছে। সিটি করপোরেশনের গাড়ি, শ্রমিক, সেবক সবাইকে প্রস্তুত রাখা হয়েছে। নগরের রাস্তাঘাট পরিষ্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপকূলীয় এলাকা পরিদর্শনকালে এলাকাবাসীর খোঁজখবর নেন মেয়র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।