
বৃহস্পতিবার সন্ধ্যার ওই ঘটনায় ইরানি বিমানের কয়েক যাত্রী আহত হন।
মুসাভি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের আচরণ আন্তর্জাতিক উড়োহাজাজ চলাচল আইনের লঙ্ঘন এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা বিঘ্নকারী। মধ্য আকাশে যাত্রীবাহী বিমানকে চ্যালেঞ্জ করার এ ঘটনার বিরুদ্ধে ইরান আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ জানাবে উল্লেখ করে মুসাভি বলেন, বলদর্পীতা প্রদর্শন করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দেবে না ইরান। যুক্তরাষ্ট্র যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করতে না পারে সেজন্য সিরিয়াসহ পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


